Tags: কবি, কবিতা, বাংলা, বাংলা কবিতা, বাংলাদেশ, ভাল, মন্দ, মোঃ সাইফুল ইসলাম শামীম
মোঃ সাইফুল ইসলাম শামীম
কারো কাছে ভাল আমি
কারো কাছে মন্দ,
এ নিয়ে মনের মাঝে
আমার নেই এতটুকু দ্বন্দ্ব৷
যে যার মত ভাবে ভাবুক
আমার তাতে কি?
নিজেকে চিনি,নিজেকে জানি
আমি তা নিয়েই থাকি৷
ভাল মন্দের দর কষাকষি
এখন স্বার্থের টান,
পান থেকে চূন কষলেই মন্দে নাম
এখন কঠিন বজায় রাখা মান৷
গুণের ভাল,জাতের ভাল
বাজারে সস্তা এখন তার দাম,
ভাল ভাল বলেও চিৎকার করলে
মন্দের ভিড়ে ভালর বদনাম৷
ছবি : সংগৃহীত।