Tags: কবি, কবিতা, বাংলা কবিতা, মানুষ চিনো, মোঃ সাইফুল ইসলাম শামীম
মোঃ সাইফুল ইসলাম শামীম
সুসংবাদে ফিরিয়ে নেয় মুখ
দুঃসংবাদে খুশি,
ভুক্তভোগী মনে রেখো
এরাই হলো বিদ্বেষী৷
যোগ্যতাকে আড়াল করে
অযোগ্যকে ধরে তুলে,
ভুক্তভোগী মনে রেখো,
এরাই হলো বেঈমান দলে৷
সুখের দিনে চলে সাথে
দুঃখের দিনে যায় হটে,
ভুক্তভোগী মনে রেখো
এরাই হলো দুশমন বটে৷
সাফল্য দেখে ঈর্ষাকাতর
দাবাইতে হয় মিথ্যুক,
ভুক্তভোগী মনে রেখো
এরাই হলো হিংসুক৷
ক্ষমতা দেখলে জোট বাঁধে
ক্ষীণত্বে আঘাত করে কতক,
ভুক্তভোগী মনে রেখো
এরাই হলো বিশ্বাসঘাতক৷
সামনে বলে এক রকম
পিছন ফিরে অন্য,
ভুক্তভোগী মনে রেখো
এরাই হলো জগন্য৷
পরিস্ফুট নাই যার আচরণ
গোমড়ামুখো ভাব,
ভুক্তভোগী মনে রেখো,
এরাই ফেলে সমাজে কুপ্রভাব৷
দিল খুলে বলে কথা,থাকে সততা
হাত বাড়ালেই ধরে হাত,
ভুক্তভোগী মনে রেখো
এদের কভু করো না বেহাত৷
বিপদ আপদে আসে এগিয়ে
হাত তোলে চায় শান্তি শুধু,
ভুক্তভোগী মনে রেখো
এরাই হলো আসল বন্ধু৷
মানুষ চিনো? বললেই হলো,
জীবজন্তুতেও নেই এত বৈচিত্র্য,
কত বৈশিষ্ট্যের মানুষে পরিপূর্ণ ধরিত্রী
ভাল মন্দ কত রকম চরিত্র৷