Tags: বিজ্ঞানমনস্ক, শিশুদের
উন্নত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের গৌরীপুর ইউএনও হাসান মারুফ।
রোববার গৌরীপুর আব্দুল শেখ মেমোরিয়াল পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন
ইউএনও বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলে এখনকার শিশু-কিশোর শিক্ষার্থী যোগ্য হয়ে গড়ে উঠবে এবং বড় হয়ে দক্ষভাবে দেশের নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর (ইউ আর সি) মুনজুরা রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাদিউল ইসলাম ও মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান প্রমুখ।