Tags: কবি, কবিতা, গতিপথ, জীবন, জীবন চলার গতি পথ, নতুন বই, বই, বইমেলা, বাংলা, বাংলা কবিতা
মোঃ সাইফুল ইসলাম শামীম
জীবন চলার গতি পথ
ঠিক যেন নদীর মত,
দেখা মিলে তাতে নানান বিচিত্রতা
যেমন করে বদলায় অবিরত৷
কভু নদী কানায় কানায় পূর্ণ ভরা বর্ষায়
ফিরে আসে তীরে ভরা যৌবন,
গ্রীষ্মের খরতাপে শুকিয়ে মিলে দেখা তলানির
রূপে তার গো চারণ ভুমি,নদীর হয় মরণ৷
জীবন চলার গতি পথ
আকাশের সাথেও যায় মিলে,
ষড়ঋতুর বেশে নানান রূপে
নানান ভঙ্গিমায় প্রকৃতির সাথে যেমন খেলে৷
শরতের আকাশে শুভ্র মেঘে ভেলা
বৈশাখ এলেই কালবৈশাখী করে ধাওয়া,
জ্যৈষ্ঠ আষাঢ়ে দিনভর গুড় গুড় ডাক থেমে থেমে কান্না
বসন্তে স্নিগ্ধ হিমেল হাওয়ায় আকাশটা নীলে থাকে ছাওয়া৷
জীবন চলার গতি পথ
মাটির সাথে একাকার,
কভু উচু কভু নিচু উল্টায়ে পাল্টায়ে হয় আবাদ
যখন যেমন আয়োজন হয় দরকার৷
উর্বর ভুমি কর্ষে ফলায় ফসল
অনুর্বর পতিত ধূসর বালুচর,
উজানের মাটি চাষে,নিম্নাঞ্চল হয় জলাধার,
আরও অধিক মূল্যে গড়ে বসতির আসর৷
জীবন চলার গতি পথ,
নদী,আকাশ,মাটি হতে নয় ভিন্ন,
জন্ম থেকে মৃত্যু নানান সুখ বেদনার সমারোহ
তবু সার্থক জন্মে,স্রষ্টা করেছে সবার অনন্য৷
কখনও আসবে সুখ,কখনও আসবে দুঃখ
কখনও সরলতা,কখনও উদগ্রীবতা,
নদী,আকাশ,মাটি যেমন সহে
জীবন চলার গতি পথে মেনে নিতে হবে এতটুকু সত্যতা৷