Tags: আইএফআইসি, উদ্বোধন, গৌরীপুর, ব্যাংক, শাখার, শুভ
ময়মনসিংহের গৌরীপুুরে পৌর শহরের উত্তরবাজারস্থ সাদিয়া প্লাজার দ্বিতীয় তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও হাসান মারুফ প্রধান অতিথি থেকে ফিতা কেটে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইএফআইসি ব্যাংকের হেড অব ব্যাচ এন্ড সেন্ট্রালাইজড ক্লিয়ারিং মোঃ শাহ আলম ভূঁইয়া, ময়মনসিংহ ব্রাঞ্চের ব্যবস্থাপক সেফায়েতুল ইসলাম, গৌরীপুর উপশাখার ট্রেইনি অ্যাসিস্টেন্ট অফিসার মেহেদি হাসান মুরাদ, অফিসার ইনচার্জ নাসরিন নাহার, অবসরপ্রাপ্ত অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা শওকত উজ্জামান শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলী, সাদিয়া প্লাজার সত্ত¡াধিকারী হাবিবুর রহমান সেন্টু প্রমুখ।