Tags: কবি, কবিতা, পূর্বাভাস, বাংলা, বাংলা কবিতা, বাংলাদেশ, মোঃ সাইফুল ইসলাম শামীম
মোঃ সাইফুল ইসলাম শামীম
আকাশ ভরা মেঘ জমেছে
ঢলের পূর্বাভাস,
হাওয়া বইছে ভীষণ বেগে
করবে ঝড়ে সর্বনাশ৷
সাগর জলে ঢেউ উঠেছে
উজান তীরে জলোচ্ছাস,
ভাসবে সবি খড়কুটোর ন্যায়
পাহাড় ধসে হবে নাশ৷
আসছে ভীষণ প্রখর আঘাত
ভাঙবে মনের খোরাক,
শ্বাসরূদ্বতায় কাটবে জীবন
হইবে সবাই হতবাক৷
ওরে ও নায়ের মাঝি
পাল তুলে দে তোর নায়,
জোরছে জোরছে বাইয়া চল
পৌঁছতে হবে ত্বরিত কিনায়৷
ছবি: সংগৃহীত।