Tags: ঈদ, ঈদ যাত্রা, কবি, কবিতা, প্রচন্ড, বাংলা, বাংলা কবিতা, ভিজছে জামা, মাত্রা, সহ্যসীমা
মোঃ সাইফুল ইসলাম শামীম
মাত্রা ছেড়ে সহ্যসীমা
প্রচন্ড তাপে ভিজছে জামা
পুঁড়ছে গায়ের চর্ম খোসা
পোষ্য ভারে জীবন ঠাসা
ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়
ঈদ আনন্দের কষ্ট বেজায়৷
দূরে পথে বাড়ির পানে
শহর ফেলে পল্লি টানে
যেথায় থাকে নাড়ির বন্ধন
পিতা মাতা ভাই বোন শত আপন
ঈদ খুশিতে ঈদ আনন্দে
ছুটছি মিলতে একই ছন্দে৷
লঞ্চ স্টিমার আর ট্রেনে ঝুলে
জীবন ঝুঁকি মৃত্যু ভুলে
বাস ট্রাক ভ্যান রিক্সা, পায়ে হেঁটে
চলছি সবাই আপন ঘরে ছুটে
কষ্টে ভুলে সহ্যমাত্রা
ঈদ খুশিতে এই তো হল ঈদ যাত্রা৷
ছবি: সংগৃহীত।