Tags: ইচ্ছে, কবিতা, চর্ম, বাংলা, ভয় করিনা, মোঃ সাইফুল ইসলাম শামীম, হাওয়া
মোঃ সাইফুল ইসলাম শামীম
থামা থামি নাই
চলবে যাত্রা
হাওয়ার বেগে
যতদূর ইচ্ছে
যাক না চলে৷
আসে আসুক
বাধা বিঘ্ন শত
ঝড় তুফান বৃষ্টি
আপদ বিপদ
মিটে দেব পায়ে ধলে৷
লাগোক গায়ে
হিমেল হাওয়া কিবা
খরাতাপের রোদ্দুর
চর্ম পুঁড়ে ভম্ম হোক
পিছু হটব না তবু৷
বেয়ে যাব উজান টানে
ভাটার বানে নই
ভয় করি না শত্রু সেনা
যাত্রা হবে শেষ
শ্বাস বন্ধ হলে কভু৷
০১/০৭/২০২২ খ্রিঃ
মধ্যনওদাপাড়া,রাজশাহী৷
ছবি: সংগৃহীত।