Tags: লোডশেডিং
অতিষ্ঠ আজ জনজীবন
চলছে চরম বিপর্যয়,
ঘনঘন লোডশেডিং
উন্নয়নের নামের অবক্ষয়৷
এই আসে এই যায়
থাকে বিদ্যুৎ কত ক্ষণ?
পরিবেশে ভ্যাঁপসা গরম
ঘরেও বসছে না এখন মন৷
লোডশেডিং এর ফাঁন্দে পড়ে
বইছে ভীষণ অশান্তি,
বিদ্যুতের উন্নয়নে এখনও
দেখছি রইছে বড়ই ভ্রান্তি৷
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে
শহর থেকে প্রত্যন্ত গ্রাম,
তবেই না বলবে সবাই
উন্নয়ন তো এরই নাম৷
মানুষ গরম পাইয়া শরম ভুলে
হালকা পোষাক গায়ে,
এত লোডশেডিং লজ্জ্বাজনক,
সকল অর্জন যাবে যে ক্ষয়ে৷
অতি দ্রুত সমাধান চাই
যদি ভোট চান আবার নায়ে,
দেশ ও জাতির উন্নয়নে
বিদ্যুতের অবদান শয়ে৷
ধন্যবাদ
০৪/০৭/২০২২ খ্রিঃ
মধ্যনওদাপাড়া,রাজশাহী৷