Tags: poet, আহরন, কবি, কবিতা, জাহাঙ্গীর আলম শান্ত, প্রভু, সন্ধ্যা
জাহাঙ্গীর আলম শান্ত
পাখির সুরেতে
দিবস বেলায়,
কে গো ডাকে আমায়।
ঘরেতে রাখিয়া
দেহেরই খাচাঁ,
মন উড়িয়া যায়,
কে গো ডাকে আমায়।
বিকেলের পাড়ে
দেখেছিলুম তারে,
সুবাস ছড়ায়ে যায়,
কে গো ডাকে আমায়।
ঠিক সন্ধে বেলায়
মধুর সুরেতে
পাগল করিয়া মাখায়,
কে গো ডাকে আমায়।
এইত পেয়েছি ঘর,
আকুল করিবার পর,
সুর তুলেছে গায়,
আয় ছুটে ঘরেতে,
সপে দে প্রভূতে।