Tags: কৃষক, গৌরীপুরে, পেল, বিনামূল্যে, বীজ, সার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৫৪০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে সার-বীজ দেয়া হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি মহোদয়।এ সময় স্থানীয় কৃষকদের মাঝে এই উপকরণ বিতরণ করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা ড়েছে ২০২২/২৩ অর্থ বছরে উপজেলা ও পৌর শহরের ৫৪০ জন কৃষকের প্রত্যেককে উফসী ধান বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও হাসান মারুফে। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ প্রমুখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা কৃষি খাতে বাংলাদেশের উন্নয়ন ও গৌরীপুর এর কৃষকদের বিভিন্ন সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।